আন্তর্জাতিক ডেস্ক : অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার দাবিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এক লাখ মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন কংক্রেসকে আইন পাসের আহ্বান জানিয়েছেন।
গত ২৪ মে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় বয়স্ক এক নারী নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও দুজন। এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে এক তরুণ বন্দুকধারীর গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। ওই ঘটনা দুটির পর থেকে যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে আসছেন সাধারণ নাগরিকরা।
আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বিষয়ক গোষ্ঠী ‘মার্চ ফর আওয়ার লাইভস’ শনিবার (১১ জুন) জানায়, তারা দেশজুড়ে সাড়ে চারশো মিছিল-সমাবেশের আয়োজন করেছে। ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও শিকাগোর মত শহরেও অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ।
সংগঠনটির দাবি, রাজনীতিবিদদের অসফলতার কারণেই যুক্তরাষ্ট্রে মানুষ মারা যাচ্ছে। আমরা রাজনীতিবিদদের এ বিষয়ে আর চুপ করে বসে থাকার সুযোগ দিতে চাই না।
সূত্র: বিবিসি