ক্রীড়া ডেস্ক : ব্রাজিল, আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফেভারিট বললেন স্পেন কোচ, ফেভারিট হিসেবে কাতারে এই বছরের বিশ্বকাপে খেলতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা, স্পেনের কোচ লুইস এনরিকে এমনটা মনে করেন।
গত বছর ব্রাজিলকে ১-০ গোলে ফাইনালে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা, ১৯৯৩ সালের পর তাদের প্রথম বড় শিরোপা। লিওনেল মেসির নেতৃত্বে এই দলটি ইতালির বিপক্ষে ফাইনালিসিমাও জেতে ৩-০ গোলে। সম্প্রতি এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোলের সবগুলো করেছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। টানা ৩৩ ম্যাচ ধরে অজেয় আলবিসেলেস্তেরা।
গোটা বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত ছিল দুই দক্ষিণ আমেরিকান দল। যদিও ব্রাজিল বাছাইয়ের টেবিলে ছয় পয়েন্টে এগিয়ে ছিল আর্জেন্টিনার চেয়ে।
শনিবার এক সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, ‘আমি আর্জেন্টিনা ও ব্রাজিলকে অন্য জাতীয় দলগুলোর চেয়ে বেশ উপরে দেখি। অন্যদের চেয়ে বেশ এগিয়ে।’
আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে সৌদি আরবের সঙ্গে। ‘সি’ গ্রুপে মেসিদের অন্য প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।
‘জি’ গ্রুপে ব্রাজিল খেলবে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষে। তাদের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর সার্বিয়ানদের সঙ্গে।